এক নজরে
ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশবলে ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ২৮ মার্চ ১৯৭৫ সালে ‘ইসলামিক ফাউন্ডেশন এ্যাক্ট’ প্রণীত হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সুপ্রাচীন কাল থেকে এ দেশে ইসলামী আদর্শ ও মূল্যবোধ চর্চা হয়ে আসছে। ইসলামের এই সমুন্নত আদর্শ ও মূল্যবোধের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ‘ইসলামিক ফাউন্ডেশনের এ্যাক্ট অনুযায়ী এর লক্ষ্য ও উদ্দেশ্য মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য ১৯৮৮ সালে হবিগঞ্জে কার্যক্রম শুরু হয়। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়টি হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার নতুন ভবন (৩য় ও ৪র্থ তলা)রাজনগরে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS